দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এবার শুরু হচ্ছে টেস্ট মিশন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নামছে দুদল। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টস এবং গাজী টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
অতীত পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার টেস্ট সিরিজে খেলতে পারবেন না। সেদিক থেকে অনভিজ্ঞ আফ্রিকার বিপক্ষে তামিম-মুশফিক-মুমিনুলদের জয়ের সম্ভাবনা রয়েছে। টেস্ট অধিনায়ক ডিন এলগার, ওয়ানডে অধিনায়ক ও অভিজ্ঞ টেস্ট পারফরমার টেম্বা বাভুমা এবং স্পিনার কেশভ মাহারাজ ছাড়া বলতে গেলে এই ফরম্যাটে অভিজ্ঞ ক্রিকেটার নেই। বর্তমান দলে যারা আছেন, তাদের অধিকাংশেরই নামের পাশে ১০টি টেস্ট ম্যাচ খেলার যোগ্যতাও নেই।
ডিন এলগার খেলেছেন ৭৪ টেস্ট, কেশব মহারাজের ঝুলিতে ৪০ টেস্ট ও বাভুমা খেলেছেন ৪৯টি টেস্ট। অন্যদিকে মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলামদের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বাকিদের মধ্যে বেশিরভাগই ১০টির উপরে টেস্ট খেলেছেন।
মুশফিক খেলেছেন ৭৮টি টেস্ট, তামিম খেলেছেন ৬৪টি, অধিনায়ক মুমিনুল হকের নামের পাশেও শোভা পাচ্ছে ৪৯ টেস্ট। বৃহস্পতিবার টস করতে নামলেই তিনি টেস্ট ক্রিকেটে পঞ্চাশে পা দিয়ে ফেলবেন।
তাইজুল ইসলাম খেলেছেন ৩৫টি টেস্ট ম্যাচ। মেহেদী হাসান মিরাজের নামের পাশে শোভা পাচ্ছে ৩১টি টেস্ট ম্যাচ। লিটন দাস খেলেছেন ২৯টি টেস্ট। আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১৩টি করে টেস্ট, সাদমান এবং এবাদত হোসেন খেলেছেন ১২টি করে টেস্ট।
অভিজ্ঞতার আলোকে দক্ষিণ আফ্রিকার চেয়ে এখন বাংলাদেশই সবচেয়ে এগিয়ে। কিন্তু মাঠের পারফরম্যান্সে কে এগিয়ে থাকবে, সেটাই দেখার বিষয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়