অর্থনৈতিক অপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে জি২০-এর সমর্থন চাইলেন মোদি

অর্থ পাচারকারী, দুর্নীতিবাজসহ পলাতক সব অর্থনৈতিক অপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করতে জি২০ নেতাদের সমর্থন চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় আয়োজিত শনিবার জি২০ দুর্নীতিবিরোধী মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জোরালো বার্তা দেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইকোসিস্টেম তৈরির জন্য ভারত সরকার প্রযুক্তি ও ই-গভর্ন্যান্সকে কাজে লাগাচ্ছে বলেও মোদি উল্লেখ করেন। 

নরেন্দ্র মোদি তার নিজের ভাষণে তুলে ধরেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি উক্তি। তিনি বলেন, ‘কবিগুরু তার লেখায় আমাদের লোভের হাত থেকে সতর্ক থাকতে বলেছেন। কারণ লোভ আমাদের সত্যের উপলব্ধি থেকে দূরে নিয়ে যায়। আর সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে এ লোভ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুর্নীতির এ প্রভাব সবচেয়ে বেশি পড়ে গরিব ও প্রান্তিক মানুষের ওপর। কেননা এটি বাজার ব্যবস্থাকে নষ্ট করে, পরিষেবাকে ব্যাহত করে এবং শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার মানকে নামিয়ে আনে।’ 

এসব সমস্যা সমাধানে তার সরকার কাজ শুরু করেছে জানিয়ে মোদি বলেন, ‘লাখ লাখ ভারতীয় নাগরিক সুবিধা পেতে শুরু করেছে। তারা তাদের অর্থ সরাসরি ব্যাংকে স্থানান্তর করতে পারছে, যার পরিমাণ ৩৬০ বিলিয়ন ডলারেরও বেশি। এতে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থের অপচয় রোধ সম্ভব হয়েছে।’  

ভারতের প্রধানমন্ত্রী জানান, তার সরকার অর্থনীতিসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘বিশ্বের বড় অর্থনীতির দেশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে এনে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই। ২০১৮ সালের ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের হাত ধরে দেশে আর্থিক দুর্নীতি ঘিরে নানা ধরপাকড় চলছে। এতে পলাতক অর্থনৈতিক অপরাধীদের কাছ থেকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ উদ্ধার হয়েছে।’ এছাড়া অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তার সরকার ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে।

অর্থনৈতিক অপরাধীরা জি২০ জোটভুক্ত দেশ ও গ্লোবাল সাউথের সামনে এক বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন ভারতের সরকারপ্রধান। জোটভুক্ত দেশগুলোয় পালিয়ে থাকা অপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের প্রস্তাব দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘জি২০-এর সম্মিলিত প্রয়াস, দুর্নীতির বিরুদ্ধে আমাদের এ লড়াইকে অনেকটা এগিয়ে দিতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে এবং কড়া পদক্ষেপ নিয়ে দুর্নীতির মূলে আঘাত হানা সম্ভব। জি২০ মন্ত্রিপর্যায় এরই মধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। ফলে যেসব অপরাধী দেশের সীমানা পেরিয়ে আইনের ফাঁকফোকরের সাহায্যে পালাতে চায়, তাদের আটকানো যাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে সহযোগিতা করবে।’ এক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকেও যথাযথ গুরুত্ব দেয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। প্রশাসনিক ও আইনি ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতার এক সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, ‘একমাত্র এভাবেই এক সুস্থিত ন্যায়পূর্ণ সমাজের ভিত্তি স্থাপন সম্ভব।’
এই বিভাগের আরও খবর
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

বাংলা ট্রিবিউন
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়