দেশে এখন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৭। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনায় থাকা ৯৮টি বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে শিক্ষার্থী সাড়ে তিন লাখের মতো। যদিও তাদের অর্ধেকই ২০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনুমোদনের বাইরেও বিভিন্ন নামে প্রোগ্রাম খুলে ভর্তি নেয়া হচ্ছে—এমন অভিযোগ রয়েছে শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে থাকা কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। আবার কিছু বিশ্ববিদ্যালয় আসন সংখ্যার চেয়ে অনেক বেশি ভর্তি করছে। এসব কারণে প্রত্যাশিতসংখ্যক শিক্ষার্থী পাচ্ছে না অন্যগুলো। এজন্য শিক্ষার্থী ভর্তিতে ভারসাম্য আনতে আসন সংখ্যা বেঁধে দেয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
দেশে বেসরকারি খাতের উচ্চশিক্ষার যাত্রা ১৯৯২ সালে। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রোগ্রাম অনুমোদন দেয়ার প্রক্রিয়া এখনকার চেয়ে তুলনামূলকভাবে সহজ ছিল। এমনকি প্রোগ্রামগুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আসন সংখ্যাও নির্দিষ্ট করে দেয়া হতো না। এ সুযোগ কাজে লাগিয়ে তখন পুরনো বিশ্ববিদ্যালয়গুলো সক্ষমতার বাইরেও অনেক প্রোগ্রামের অনুমোদন নিয়ে নেয়। এসব বিভাগে নিজেদের ইচ্ছামতো শিক্ষার্থী ভর্তি করে আসছে বিশ্ববিদ্যালয়গুলো।
অন্যদিকে সনদ বাণিজ্যের মতো গুরুতর নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে প্রোগ্রাম অনুমোদন প্রক্রিয়ায় নানা শর্ত যোগ করেছে তদারক সংস্থা ইউজিসি। যেসব বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়নি, তাদের কোনো প্রোগ্রামই অনুমোদন দেয়া হচ্ছে না। স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতি বছর সর্বোচ্চ একটি প্রোগ্রাম অনুমোদন দেয় ইউজিসি। আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বছরপ্রতি সর্বোচ্চ দুটি প্রোগ্রাম অনুমোদন দেয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রেও বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। এসব কারণে এখন আর আগের মতো সহজে প্রোগ্রাম চালু করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া নতুন প্রোগ্রাম অনুমোদন দেয়ার সময় আসন সংখ্যাও বেঁধে দেয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়