অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে ‘প্রিয়তমা'

মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দুটি শো হতে যাচ্ছে। 

৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে চলবে প্রিয়তমা।

দুটোই হাউসফুল শো। এরপর সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সবগুলো স্টেট এর ক্যানবেরা, মেলবোর্ন,পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‌‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি। এর আগে ঢালিউড নবাবের কোনো ছবি অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে মুক্তি পায়নি।

অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় প্রিয়তমা পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। ঈগল এন্টারটেইনমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাবিবর চৌধুরী বলেন, ‌‘বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান।

ওনার ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশী ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও ছবিটি দেখতে আগ্রহী। ছবিটি ঘিরে দুই দেশের দর্শকদের মধ্যেই বিপুল আগ্রহ দেখছি। প্রিয়তমা বাংলাদেশ মাত করেছে। ঈদের পর থেকেই সেই আঁচ অস্ট্রেলিয়াতেও।

অস্ট্রেলিয়ান দর্শকরা প্রিয়তমার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।' সিনেমার গান শুনেই প্রিয়তমা দেখতে আগ্রহী হওয়ার কথা জানান প্রবাসী বাংলাদেশি ছাত্রী সানজানা খান। তিনি বলেন, ‘প্রিয়তমার “ও প্রিয়তমা” ও “ঈশ্বর” এবং “গভীরে” শোনার পর থেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলাম। আমি পুরো পরিবার নিয়ে দেখতে যাচ্ছি।’

লাকেম্বার বিডি ফ্রেস ভেজিট্যাবল এন্ড গ্রোসারি, জ্যাস কাট এবং লাকেম্বা মোবাইল কিং এর ব্যবস্থাপক প্রবাসী বাংলাদেশি শাকিল হোসেন বলেন, ‍‘এর আগে শাকিব খান এর শিকারী, নবাব, ভাইজান এলোরে, নাকাব, চালবাজ মুভিগুলো ওটিটিতে দেখেছি। এই প্রথম শাকিব খানের ছবি অস্ট্রেলিয়াতে এত বড় পরিসরে প্রিমিয়ার হচ্ছে। পরিবার ও বন্ধুদের নিয়ে দেখতে যাচ্ছি।’
এই বিভাগের আরও খবর
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

ভোরের কাগজ
টালিউড সিনেমায় তারিন

টালিউড সিনেমায় তারিন

দৈনিক ইত্তেফাক
নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

ভোরের কাগজ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

বাংলা ট্রিবিউন
চলে গেলেন অভিনেতা রুমি

চলে গেলেন অভিনেতা রুমি

বাংলা ট্রিবিউন
জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

সমকাল
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়