প্রথম লেগের জয়, দ্বিতীয় লেগের শুরুতে লিড নেয়া- সবমিলিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বুনছিল ইন্টার মিলান। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে দৃশ্যপট পাল্টে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার সিভিতাস মেত্রোপলিতান স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টারকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে অ্যাটলেটিকো।
গত ২১শে ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের জয় পায় ইন্টার মিলান। দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলের জয় পেলে দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৩-২ গোলের জয়ে কোয়ার্টারে পৌঁছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার ফেডেরিকো ডিমার্কো। দুই মিনিটের ব্যবধানে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৫তম মিনিটে করা ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যানের গোলের পরও ২-১ গোলে এগিয়ে ছিল ইন্টার। এরপর ৮৭তম মিনিটে ডাচ্ তারকা মেম্ফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। দুই লেগ মিলিয়ে ম্যাচ হয়ে যায় ড্র।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়