আইনমন্ত্রীর সঙ্গে সালমানের ফোনালাপ ফাঁসে তোলপাড়!

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কথোপকথনের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর স্যোসাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সরকারি মহলে তোলপাড় শুরু হয়েছে, রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইনমন্ত্রী এর সাফাই গেয়ে তা হালকাভাবে নেয়ার চেষ্টা করছেন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত করে দেখা হবে বিষয়টি আসলে কী।

ইউটিউবে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ফোনালাপে শোনা গেছে, সালমান এফ রহমান একটি প্রকল্পের কাজের ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টার কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘সেটা পাস করে দিয়েছি, ওটাই বুঝাতে পারছিল না’, এ সময় আরেকজন পূর্ণমন্ত্রীর নামও আসে। এরপর উচ্চ আদালতের একটি পিটিশনের বিষয়ে কথা বলেন তারা। তাছাড়াও জার্মানির একটি কোম্পানির কাজের বিষয়েও আলাপ করেন তারা।

ইউটিউবে এই অডিও ফাঁস হওয়ার পর নানাজন নানারকম বিরূপ মন্তব্য করতে থাকেন। সরব হন বিএনপি নেতারাও। গত বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশিরাতের সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। এই হাইভোল্টেজ আলাপনই এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। রিজভী আরো বলেন, কথিত ডিজিটালাইজড করার নামে দেশে দুর্নীতির যে রমরমা বাণিজ্য চলছে এই দুই ব্যক্তির কথায় সেটি দৃশ্যত প্রমাণিত।

অবশ্য গতকাল রবিবার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার করছে, তারা একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করছে। কারণ তাদের হাতে আর কিছু নেই। আনিসুল হক বলেন, আমি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে কথা বলছি। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন। সেখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট, যেটা হচ্ছে তার ব্রেইন চাইল্ড- ইনফো প্রজেক্ট, সেটা নিয়ে আলাপ হয়েছে। আমি সেগুলোর জবাব দিয়েছি। আইনমন্ত্রী বলেন, যারা দেউলিয়া তারাই এগুলো প্রচার করছে। অবশ্যই এটির তদন্ত হবে এবং এটাকে গুরুত্ব দেয়া আমার মনে হয় সঠিক হবে না।
এই বিভাগের আরও খবর
তুলে নিয়ে কিশোরীকে লঞ্চের কেবিনে ধর্ষণ

তুলে নিয়ে কিশোরীকে লঞ্চের কেবিনে ধর্ষণ

যুগান্তর
আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

বণিক বার্তা
থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সফর দুই দেশের ফলপ্রসূ অংশীদারত্বের নতুন যুগের সূচনা করেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার

নয়া দিগন্ত
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়