গত বছরের পুরো সময়ই মাঠে দাপট ছিলো শুধু সাকিব আল হাসানের। বোলিং-ব্যাটিংয়ে অলরাউন্ডার পারফর্ম করে আইসিসির একাধিক বর্ষসেরার তালিকায়। এবারের বিপিএলেও ভালো পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু এসব সত্ত্বেও সমালোচকদের মনে কেবল একটাই প্রশ্ন দানা বেঁধেছে- সাকিব কেন আইপিএলে দল পেলেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর সমালোচনার পর সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, শ্রীলঙ্কা সফরের কারণেই আইপিএল খেলা হচ্ছে না সাকিবের।
আইপিএলের সময় দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন। এতে পুরো মৌসুমে তাকে পেতো না আইপিএলের দলগুলো।
তাই তাকে নেয়নি কোনো দল। এক ফেসবুক পোস্টে শিশির লেখেন, খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার (সাকিবের) সঙ্গে যোগাযোগ করেছিলো। জানতে চেয়েছিলো সে পুরো মৌসুম খেলতে পারবে কিনা। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়