ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে জড়িয়ে আছেন ফাফ ডু প্লেসিস। এমনকি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সে গত কয়েক মৌসুম ধরেও খেলে আসছেন তিনি। সেই ফাফ ডু প্লেসিস এবার আইপিএল ও পিএসএলের তুলনা করে বসলেন। তার দাবি, আইপিএলের তুলনায় পিএসএলে অনেক ভাল মানের জোরে বোলার দেখা যায়।
আগামী ৯ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পিএসএলের দ্বিতীয় পর্ব। সেই জন্য কোয়েটা গ্ল্যাডিয়েটার্সে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।
সেখানে যোগ দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে পিএসএলের মান অনেক বেড়েছে। সবচেয়ে ভাল লেগেছে এখানে এলে একাধিক ভাল মানের জোরে বোলারের বিরুদ্ধে খেলা যায়।
এরপরেই তিনি যোগ করেন, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুবাদে আমরা ছোটবেলা থেকে জোরে বোলিং খেলে অভ্যস্ত। তবে পাকিস্তানের জোরে বোলিংয়ের মান বিশ্ব বিখ্যাত, সেটা পিএসএল খেলতে এসে বুঝতে পারলাম।
ডু প্লেসিস বলেন, আইপিএলে একাধিক ভাল মানের স্পিনারের বিরুদ্ধে খেলতে হয়। এখানে ব্যাপারটা একেবারে উল্টো। পাকিস্তানে যে কেউ ১৪০ কিলোমিটার গতিবেগে বোলিং করতে পারে। একেবারে অবিশ্বাস্য।
তবে পিএসএলের জোরে বোলিংয়ের মান নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেকে মেলে ধরতে মরিয়া ডু প্লেসিস। করোনার জন্য আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে ৭ ম্যাচে ৩২০ রান করেছেন তিনি। সঙ্গে রয়েছে চারটি অর্ধ-শতরান।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়