প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সেই তানভীর দ্বিতীয় ইনিংসে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। বাঁহাতি এই স্পিনার তুলে নিলেন ৮ উইকেট। সবমলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তার উজ্জ্বল পারফরম্যান্সে চার দিনের ম্যাচটি এক ইনিংস ও ২৩ রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।
রবিবার ইনিংস ব্যবধানে জিততে বাংলাদেশের ১২৭ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিতে হতো! সেই পরিকল্পনাতে সফল ছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। ২৩ রান আগেই তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সফরকারী দলকে অলআউট করে দেয় স্বাগতিকরা।
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড উলভস খ্যাত দলটি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়ে যায় আইরিশরা। আগের দিন শেষ বিকালে তানভীরের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে টপ অর্ডার। রবিবার সকালে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন তানভীর। একে একে সাজঘরে ফেরান আইরিশদের ৮ ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক হ্যারি টেক্টর। ১৩৭ বলে৭ চারের সাহায্যে ৫৫ রানের ইনিংস আসে এই আইরিশ ব্যাটসম্যানদের কাছ থেকে। তাতেও পরাজয় রোখা যায়নি তানভীরের কারণে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়