শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুটি ওয়ানডেতে দারুণ বল করেছেন তরুণ স্পিনার মেহেদী মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট।
এতেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে রাজসিক উত্থান ঘটেছে মিরাজের। জাতীয় দলের তরুণ এই অলরাউন্ডার বোলারদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
মিরাজের র্যাংকিংয়ে উন্নতি বছরের শুরু থেকেই। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। বল হাতে নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি পান র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে। এবার এগিয়েছেন আরও তিন ধাপ।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে আইসিসি ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে। এই দুই ম্যাচে প্রথমটায় মিরাজ পেয়েছেন ৪ উইকেট, দ্বিতীয় ওয়ানডেতে ৩।
বল হাতে লংকানদের নাকানি চুবানি খাইয়েছেন এই স্পিনার। তাৎক্ষণিক পুরস্কারও পেয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বোলারদের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন তিনি।
মিরাজের উত্থানে এক ধাপ করে অবনমন ঘটেছে আফগানিস্তানের মুজিব উর রহমান, ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহর, যারা যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা কাগিসো রাবাদা, ক্রিস ওকস ও জশ হ্যাজলউডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
মিরাজ ছাড়াও শীর্ষ দশে রয়েছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। তারকা এই পেসার বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। গতকাল তিনি ৩ উইকেট নিয়েছেন ৬ ওভার হাত ঘুরিয়ে।
সুখবর হিসেবে জায়গা করে নিয়েছেন নবম স্থানে, এগিয়েছেন ৮ ধাপ। তার উত্থানে এক ধাপ পিছিয়ে প্যাট কামিন্স অবস্থান করছেন দশম স্থানে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়