সারাবিশ্বে প্রাকৃতিক গ্যাসের আকাশছোঁয়া দামে জ্বালানির সংকট দেখা দিয়েছে। যার কারণে বিশ্বজুড়ে বাড়ছে কয়লার ব্যবহার, যা গত ১০ বছরে সর্বোচ্চ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) এক প্রতিবেদনে এমন চিত্রই দেখা গেছে।
এতে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার কারণে বিশ্বব্যাপী জ্বালানির সংকটে এই বছর কয়লার ব্যবহার গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ঠেকেছে।
২০২২ সালে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার ১ দশমিক ২ শতাংশ বেড়েছে যাবে বলে ধারণা করছে সংস্থাটি, যা ২০১৩ সালের পর প্রথমবারের মতো এক বছরে ৮ বিলিয়ন টন ছাড়িয়ে যাবে।
এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন খাতেই সবচেয়ে বেশি কয়লা ব্যবহার হয়ে থাকে, যা চলতি বছর ২ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
একই সময়ে অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালে শিল্প খাতে কয়লার ব্যবহার ১ শতাংশেরও বেশি কমে যাবে বলে আশা করছে আইইএ। কারণ চলমান মন্দায় লোহা ও ইস্পাতের উৎপাদন কমে যাচ্ছে।
এ ছাড়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট এবং রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এই বছর প্রথমবারের মতো মার্চে কয়লার দাম ব্যাপক আকারে বাড়ে। তারপর আবার জুনে তা অত্যধিক মাত্রায় উঠে যায়।
আইএ বলছে, যদিও ইউরোপীয় দেশগুলো নবায়নযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি দিকে যাওয়ার পরিকল্পনা করছিল, তবে ইউরোপে টানা দ্বিতীয় বছরের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার বেড়েছে। গ্যাসের ঘাটতির কারণে এ অঞ্চলের দেশগুলো কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো আবারও চালু করেছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়