আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে তারা মুসলিম লীগে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ৩২ বছর যাবত জাতীয় পার্টি ক্ষমতার বাইরে, এরপরও জাতীয় পার্টি টিকে আছে, তার কারণ জাতীয় পার্টি মানুষের কথা বলে, জাতীয় পার্টি গণতন্ত্রের কথা বলে। জাতীয় পার্টি মানুষের জন্য অনেক কিছু করেছিলেন, সেই জন্য টিকে আছে। আওয়ামী লীগ মাত্র ২১ বছর ক্ষমতায় ছিল না, তাই তিন টুকরো চার টুকরো হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ৮১ সালে দেশে আশার কারণে টিকে গেছে দলটি।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রতি মানুষের যে অনীহা ও যে অনাস্থা সেই অনাস্থার কারণে তৃতীয় দলকে ক্ষমতায় নিতে চাচ্ছে সাধারণ মানুষ। আর তাই সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছানোর জন্যই এই মিটিংগুলো করা হচ্ছে। যাতে মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে।
বর্ধিত সভা শুরুর সময় অনুষ্ঠান স্থলে প্রবেশমুখে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান জেলার আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলা করে জাতীয় পার্টির জেলা কমিটির মহাসচিব মোজাম্মেল হকের লোকজন।
এ বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, দলের মাঝে যারা এই সমস্ত গুন্ডামি-মাস্তানি করবেন, তাদের দলে জায়গা নেই। আমার সামনে মারামারি করাটা কোনো শোভনীয় কাজ নয়। যারা মারামারি করলেন, তাদের ভবিষ্যৎ ভালো হবে না কখনো। কারণ জাতীয় পার্টি কখনো অন্যায়ের সাথে আপস করে না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়