ব্যর্থতায় ঘেরা বিশ্বকাপ শেষেও সুসংবাদ নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি মূল পর্বেই খেলবে টাইগাররা। খেলতে হবে না বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেয়া ১২টি দলের একটি বাংলাদেশও।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ২০টি দল। যেখানে সরাসরি মূল পর্বে অংশ নিবে ১২ দল। যেই ১২ দলের ৮ নির্ধারণ হবে এই বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে। এই বিশ্বকাপে দুই গ্রুপের সেরা ৪টি করে মোট ৮টি দল সরাসরি সুযোগ পাবে ২০২৪ বিশ্বকাপে। আর স্বাগতিক দেশ হিসেবে সরাসরি সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই ১০ দল ছাড়া বাকি দুই দল নির্ধারণ হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার দিক থেকে।
এদিকে এই বিশ্বকাপে ৫ ম্যাচে ২ জয় নিয়ে ছয় দলের মাঝে পঞ্চম হয়ে বিশ্বকাপ শেষ করেছে দলটি। এমনকি নেদারল্যান্ডসের থেকেও পিছিয়ে থেকে বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা। ফলে প্রথম ৮ দলের মাঝে সুযোগ পায়নি বাংলাদেশ, আর স্বাগতিক না হওয়ায় সেখানেও নেই বাংলাদেশের নাম। তবে র্যাঙ্কিংয়ে সেরা ১০ এর ভেতর থাকায় শেষ দুই দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়