আজ চূড়ান্ত হবে ১০ জনের নামের তালিকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আজ বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আবারো বৈঠকে বসবে সার্চ কমিটি। এ বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে সার্চ কমিটির আনুষ্ঠানিক বৈঠক। আজকের বৈঠক থেকেই রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে। তবে তালিকার কারো নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।

গত রোববার সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, পরের বৈঠকেই ১০ জনের নাম চূড়ান্ত করা হতে পারে।

এর আগে ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তির নাম চেয়েছিল সার্চ কমিটি। পরবর্তী ২৪টি রাজনৈতিক দল ও ছয়টি সংগঠন নামের তালিকা জমা দেয়। ব্যক্তিগতভাবেও অনেকে নামের তালিকা জমা দিয়েছিলেন। তবে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বেশ কয়েকটি দল নাম দেয়া থেকে বিরত ছিল। নাম জমা দেয়ার নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩২২ জনের নাম পেয়েছিল কমিটি। ওই তালিকায় অধিকাংশই ছিলেন অধ্যাপক, বিচারপতি, সাবেক সচিব, সাবেক সামরিক কর্মকর্তা। সেখান থেকে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা করা হয়। তাদের মধ্য থেকে রোববার ১২-১৩ জনের নাম বাছাই করা হয়। সেখান থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করার কথা। তবে আইন অনুযায়ী, প্রস্তাবিত নামগুলো থেকেই যে ১০ জনের তালিকা চূড়ান্ত করতে হবে, তেমন কোনো বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে কমিটির নিজস্ব বিবেচনা থেকেও তালিকা চূড়ান্ত করার সুযোগ রয়েছে।

আইনে বলা হয়েছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে সার্চ কমিটি। আইনে নির্ধারিত যোগ্যতা-অযোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও সুনামের ভিত্তিতে কমিটি সিইসি পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে।

এক্ষেত্রে সিইসি ও নির্বাচন কমিশনার পদে সুপারিশের জন্য মূলত তিনটি যোগ্যতার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো সুপারিশকৃতকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় যোগ্যতা হিসেবে বলা হয়েছে, বয়স ন্যূনতম ৫০ বছর হতে হবে। তৃতীয় যোগ্যতা হিসেবে বলা হয়েছে, সুপারিশকৃতকে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সার্চ কমিটিকে নাম সুপারিশের জন্য ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে। এর আগেও দুটি নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ২০১২ সালে কাজী রকিবউদ্দিন আহমেদ ও ২০১৭ সালে কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই সময় সার্চ কমিটির কাছে জমা পড়া কোনো নাম প্রকাশ করা হয়নি। তবে এবার জমা পড়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে না বলেও জানিয়েছেন কমিটির প্রধান।
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া