করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সকাল থেকে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তিনদিন কেবল পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করতে পারবে। একই সঙ্গে সব ধরনের শপিং মল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহন চলাচলের বিষয়টি নিয়ন্ত্রণ করবে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে কোনো ক্রেতা খাবার খেতে পারবে না। সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলো শুধু প্রয়োজনীয়সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেয়া করতে পারবে।
এর আগে গত শুক্রবার জানানো হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে সোমবার থেকে সারা দেশে লকডাউন জারি করা হবে। তবে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যেই গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের নতুন ঘোষণা দেয়া হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়