আটকে আছে শাকিব খানের ভিসা, কেউ জানে না ‘দরদ’-এর শুটিং কবে?

বেশ কিছুদিন ধরেই পরিচালক অনন্য মামুন নানা মাধ্যমে তার ‘দরদ’ নামে একটি সিনেমার শুটিং করার কথা বলছিলেন। যে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা আছে দেশের চলচ্চিত্র তারকা শাকিব খানের। কিছুদিন আগে অবশ্য জানিয়েছেন শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান।

কিন্তু শেষ মুহূর্তে সিনেমাটির শুটিং নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কারণ গত ২০ অক্টোবর থেকে ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু শেষ অবধি শুটিং শুরু তো দূরের কথা এখনো সেখানে পৌঁছতে পারেননি ছবির প্রধান শিল্পী শাকিব খানসহ দেশের অন্যান্য অভিনয়শিল্পীরা। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবির ভারতীয় অভিনয়শিল্পী ও শুটিং সংশ্লিষ্টরা প্রস্তুত আছেন বলে জানা গেছে। এমনকি ভারতের নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন পরিচালক অনন্য মামুনও।

জানা গেছে, গত ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে যাওয়ার কথা ছিল শাকিব খানের। তারপর হওয়ার কথা ছিল লুকসেট। সবকিছু ঠিকঠাক করে ২০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল শুটিং। কিন্তু এসব তো দূরের কথা ভারতের ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান।

এ কারণেই এখনো ভারতেই যেতে পারেননি এই নায়ক। কবে যাবেন সেটাও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর। ছবির কয়েক প্রযোজকের একজন বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের স্বত্বাধিকারি দেশের একটি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। এরই মধ্যে শাকিব খানসহ সবার ওয়ার্ক পারমিট ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

কিন্তু এখনো সেই আবেদনের সুরাহা হয়নি। তবে আশার কথা হচ্ছে, দেশে মন্ত্রণালয়ের আবেদনের সঙ্গে ভারত সরকারের অনুমতিপত্র দিতে হয়। সেটি গত ২০ অক্টোবর এসেছে। শুক্র ও শনিবারের কারণে সেটি যথাসময়ে দেওয়া যায়নি। আজ রবিবার সেটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তার প্রত্যাশা খুব দ্রুত ভিসার অনুমতি পাওয়া যাবে।
তবে বিষয়টি নিয়ে ভারতে অবস্থান করা দরদ সিনেমার পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে সিনেমা সংশ্লিষ্ট একজন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর থেকে নতুন করে সিনেমাটির শুটিং পরিকল্পনা করছেন এই পরিচালক।

তবে এই পরিচালকের দরদ সম্পর্কিত কোনো তথ্যই ভালোমতো নিতে পারছেন না শাকিব ভক্তরা। এর আগে ফেসবুকে দরদ ঘিরে নানা রকম আওয়াজ দিলেও সেটার প্রতিফলন হয়নি। সবশেষ গত শুক্রবার দরদের ফাস্টলুক ছাড়তে চেয়েও সেটা ছাড়েননি তিনি। কবে ছাড়বেন সেটাও অনিশ্চিত। অনেকের ধারণা শুধুমাত্র ফেসবুক গরম রাখতেই নানারকম মিথ্যা তথ্য ছড়ান এই পরিচালক। 
এই বিভাগের আরও খবর
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

ভোরের কাগজ
টালিউড সিনেমায় তারিন

টালিউড সিনেমায় তারিন

দৈনিক ইত্তেফাক
নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

ভোরের কাগজ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

বাংলা ট্রিবিউন
চলে গেলেন অভিনেতা রুমি

চলে গেলেন অভিনেতা রুমি

বাংলা ট্রিবিউন
জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

সমকাল
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়