সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে। ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে যাওয়ার পথে তাকে ঘিরে থাকবে ফেডারেল এজেন্টরা। খবর বিবিসি।
ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিমানে চড়ে নিউইয়র্কে যাবেন তিনি।
তবে এবিসি টেলিভিশনকে ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা বলেছেন, ট্রাম্প সম্ভবত মঙ্গলবার আদালতে যাবেন। কিন্তু কিছুই নিশ্চিত নয়।
স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ন তারকাকে নিজেদের সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। এমন অভিযোগ উঠলেও অস্বীকার করেছেন তিনি।
বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দেন। তবে অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি।
আদালতে ট্রাম্পের আত্মসমর্পণকে ঘিরে নিরাপত্তার পুরো বিষয়টি দেখভাল করছে এফবিআই, এনআইপিডি, সিক্রেট সার্ভিস ও নিউইয়র্ক সিটি কোর্ট কর্মকর্তারা। সিবিসি টেলিভিশনকে একটি সূত্র জানিয়েছে, এসব সংস্থা ট্রাম্প, বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের ওপর হামলাসহ সম্ভাব্য নানা বিষয় বিশ্লেষণ করছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এর মধ্যেই ‘অনেকগুলো হুমকি’ পেয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।
গতকাল শুক্রবার সকালে নিউইয়র্ক আদালত এলাকা ছিল স্বাভাবিক। কিন্তু সামনের দিনের কথা চিন্তা করে ব্যারিকেড দেয়া হচ্ছিল তখন। টহল দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তারা।
একজন কর্মকর্তা বলেছেন সাবেক প্রেসিডেন্টকে হাতকড়া পরানো হবে না। কারণ সাধারণত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
৩০ মার্চ ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। এর আগে কোনো সাবেক বা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের মুখোমুখি হননি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মির সঙ্গে যৌন মিলনের পর তাকে মুখ বন্ধ রাখতে বড় অঙ্কের অর্থ দেয়া হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়