লেগস্পিনারের ‘আঁতুড় ঘর’ বলা যায় আফগানিস্তানকে। বিশ্বের বড় বড় দলগুলো যেখানে ভালোমানের দুই-একজন লেগস্পিনার পাওয়াকে সৌভাগ্যের মনে করে, সেখানে আফগানিস্তান তাদের দলে লেগস্পিনার জায়গা দিয়ে কুলোতে পারছে না।
রশিদ খানের হাত ধরে নতুন এই যুগের সূচনা। একে একে উঠে এসেছেন কায়েস আহমেদ, জহির খান, নুর আহমেদরা। শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসকে গুঁড়িয়ে দিয়েছেন আফগানিস্তানের দুই লেগি রশিদ খান আর নুর আহমেদ।
রশিদ ৩টি আর নুরু নেন ২টি উইকেট। রাজস্থান গুটিয়ে যায় ১১৮ রানে। ৯ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় রশিদদের দল গুজরাট টাইটান্স।
মান কতটা ভালো হলে আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি আসরে কোনো দল একাদশে দুজন লেগিকে খেলায়, সেটাও আবার বিদেশি কোটায়! রশিদ-নুররা আসলে দেখিয়ে দিচ্ছেন।
আফগানিস্তানে কি এমন আরও লেগস্পিনার আছে? রশিদ যা বললেন, তাতে চোখ কপালে উঠবে অনেকের। আফগান সুপারস্টারের দাবি, এখন আফগানিস্তানে ১ হাজারের বেশি লেগস্পিনার আছে।
রশিদ বলেন, ‘সত্যি করে বলতে এখন ১ হাজার হবে। আমি কয়েকটি একাডেমিতে গিয়েছি, তাদের অনেক লেগস্পিনার আছে। যখন আমি আইপিএলে প্রথম বছর খেলি, হয়তো ২৫০-এর মতো ছিল। আমি এখন ৬-৭ বছর ধরে আইপিএলে, আফগানিস্তানের অনেকেই আমাকে কপি করার চেষ্টা করে। প্রতিদিন আমার কাছে নতুন লেগস্পিনারদের অনেক ভিডিও আসে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়