বাংলাদেশে আবারও বাড়ছে সোনার দাম। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এবার ভরিপ্রতি সোনার দাম বাড়িয়েছে ১ হাজার ১৬৬ টাকা প্রায়। রবিবার (২৪ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর করা হচ্ছে। শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।
আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।
বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৫১৩ টাকায়। এই তিন মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়