আবাহনীর জার্সিতে ঝড়ো ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন শামীম হোসেন। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে তার ৬৬ বলের ঝড়ে এলোমেলো হয়ে গেছে সিটি ক্লাব। ৬৩ বলে সেঞ্চুরি করা শামীম সবমিলিয়ে ৬৬ বলে ১০৮ রানে অপরাজিত থেকেছেন।
বিকেএসপিতে টপ অর্ডারের ব্যর্থতার পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম। শুরু থেকেই বিস্ফোরক ব্যাটিংয়ে সিটি ক্লাবের বোলারদের ওপর চড়াও হয়েছেন। আমিনুর রহমানের করা ইনিংসের ৪৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান শামীম। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার এই প্রথম সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে আবাহনী ৩০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে।
৪১ বলে হাফসেঞ্চুরি পাওয়ার পর আরও গর্জে ওঠে শামীমের ব্যাট। আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ২২ বলে। সবমিলিয়ে ১৩ চার ও ৬ ছক্কায় শামীম অপরাজিত থাকেন ৬৬ বলে ১০৮ রান করে। ঢাকা লিগে দ্রুততম সেঞ্চুরির মালিক জিম্বাবুইয়ান ব্যাটার ব্রেন্ডন টেলর। তিনি ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে দেশি ক্রিকেটারদের মধ্যে ৫০ বল খেলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি বিন মুর্তজা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়