কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেফতার ও বিচার দাবিতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধরক মারধর করে। এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামী করে চার জনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মোঃ নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেফতার ও তার বিচার দাবিতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। শাহেদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াজ মাহমুদ, সোহেল চৌকিদার, শামীম মীর ও উজ্জ্বল মাহমুদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেফতার করে শাস্তি দাবী করেছেন।
মামলার বাদী মোঃ মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি ওই টাকা দিতে অস্বীকার করায় আমাকে আমতলী সরকারী কলেজের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে আমাকে মারধর করেছে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেফতার করছে না। দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তি দাবি জানান তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়