পরপর চার ম্যাচে হারের পর অবশেষে জয়। সব থেকে বড় কথা, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সাফল্য এলে সব প্রশ্ন ধামাচাপা পড়ে যায়। এদিনও সেটাই হলো। কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগান পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিয়ে গেলেন।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে পাঁচ উইকেটে জেতার পর অধিনায়ক মরগান বলেন, ''গত কয়েকদিন আমরা পরিশ্রমের কোনও খামতি রাখিনি। তবে কিছুতেই দলগত পারফরম্যান্স ভালো হচ্ছিল না। আজ বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শেষ করেছি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাঞ্জাবের ওপর চাপ বজায় রাখতে চেয়েছিলাম। এদিন সেটা করতে পেরেছি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন সাত হাজার রান পূর্ণ করলেন মরগান। ইংরেজ অধিনায়কের মুখে শিবম মাভির প্রশংসা শোনা গেল। তিনি বলেন, ''ও যেভাবে গেইলকে আউট করল, অসাধারণ। গত ম্যাচেও ভালো খেলেছিল ও। ওর পারফরম্যান্সে গোটা দল খুশি। আমাদের দলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী মতো স্পিনার রয়েছে। তবে এখনো টুর্নামেন্টের অনেকটাই বাকি। এভাবে পারফর্ম করতে পারলে হয়তো ভালো জায়গায় গিয়ে শেষ করতে পারবো। তার জন্য আমাদের ব্যাটিং এবং বোলিং, দুদিকেই অন্যদের ছাপিয়ে যেতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়