কয়দিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পারায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন সাকিব আল হাসান। এজন্য তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞাসহ আর্থিক জরিমানাও গুনতে হয়েছে। পরে তো কোনো ম্যাচ না খেলেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এবার আম্পায়ারিং বিতর্কে জড়ালেন দলে সবচেয়ে 'শান্তশিষ্ট' বলে খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় তার শাস্তিও হয়েছে।
ঘটনা গতকাল বুধবার অনুষ্ঠিত গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম ব্যাংক ম্যাচের। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। বিষয়টা এতটাই নিশ্চিত ছিল যে, সবাই মিলে হাঁটু গেড়ে বসে হাঁটু গেড়ে আম্পায়ার মাহফুজুর রহমানের কাছে আউটের আবেদন জানান। কিন্তু এত জোড়ালো আবেদনও আম্পায়ার মাহফুজুর রহমান সাড়া দেননি। উল্লেখ্য, সাকিবের রাগারাগির সেই ম্যাচেও আম্পায়ার হিসেবে ছিলেন মাহফুজুর রহমান।
এদিকে মাহমুদউল্লাহরা ধরেই নিয়েছিলেন যে এটা নিশ্চিত আউট। তাই আম্পায়ার আবেদনে সাড়া না দিলে অধিনায়ক মাহমুদউল্লাহ চটে যান। তিনি মাটিতে ঘুষি মারতে থাকেন। গড়াগড়ি করে থার্ডম্যান পর্যন্ত গিয়ে কিছুক্ষণ বসে থাকেন। আম্পায়ার তাকে বারবার খেলা চালু করতে বললেও তিনি বসেই থাকেন। কিছুক্ষণ পরে মাহমুদউল্লাহ খেলা শুরু হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়