বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে পারছে না সাইফুদ্দিন আহমেদ। এ নিয়ে টানা তিনটি আসরে তার খেলা হচ্ছে না। কারণ একটাই ইনজুরি। এবারো নির্বাচকরা চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়াতে তার নামই রাখেনি ড্রাফটে। তবে না খেলতে পারার কষ্ট নিয়ে বসে নেই এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার। মাঠে ফিরতে মুখিয়ে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পরামর্শে শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। তবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে খেলতে না পারার কষ্টে অনেকটা ভাষাহীন হয়ে পড়েছেন তিনি।
গতকাল দৈনিক মানবজমিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তেমনটাই জানিয়েছেন। এমন অবস্থায় নিজের পরিকল্পনা নিয়ে সাইফুদ্দিন বলেন, ‘এখন আর পরিকল্পনা দিয়ে কি হবে বলেন! মন তো চাচ্ছে কাল থেকেই মাঠে নেমে ম্যাচ খেলি। আমি মাঠের ক্রিকেটার সেখানে না থাকতে পারলে আর কি করা। আমার সঙ্গের সবাই এখন মাঠে অনুশীলন করছে। আর আমি বাইরে এটি ভাবতেই ভীষণ খারাপ লাগছে। তারপরও কি করা বসে থাকলে তো হবে না। এখন আমার জন্য যেটি গুরুত্বপূর্ণ রিহ্যাবের কাজগুলো ঠিকমতো করা। বাকিটা আল্লাহর ইচ্ছা, সময়মতো সব ঠিক হয়ে যাবে।’ টানা তিন আসরে বিপিএল খেলতে পারছে না সাইফুদ্দিন ইনজুরির কারণে। শুধু তাই নয় ইনজুরির কারণে ২০১৯ বিশ্বকাপে তার সব ম্যাচ খেলা হয়নি। দেশে-বিদেশে বেশ কয়েকটি সিরিজেই ছিলেন না জাতীয় দলে। তাই তার ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও তাকে অতিরিক্ত খেলানো তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে না বলেই অভিযোগ ছিল বিসিবির মেডিকেল বিভাগের। এমনকি তিনি পুরোপুরি সুস্থ না হতেই সবশেষ বঙ্গবন্ধু বিপিএলে শেষ দিকে মাঠে নামানো হয়েছিল। তাই তার ইনজুরি ম্যানেজমেন্টাই এখন প্রশ্নবিদ্ধ।
এ বিষয়ে সাইফুদ্দিন বলেন, ‘আসলে ইনজুরি ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা তা বলা কঠিন। আমি চেষ্টা করে চলছি নিজেকে সঠিকভাবে ফিট রাখার। তারপরও এমন হচ্ছে কেন সেটি বুঝতে পারছি না। যেহেতু দ্বিতীয়বার একই ইনজুরি নিয়ে ভুগছি তাই আপ্রাণ চেষ্টা থাকবে তৃতীয়বার যেন এমনটা না হয়। এজন্য যে কাজগুলো করার সেগুলো ঠিকভাবে করে যাচ্ছি।’ গতকালই সাইফুদ্দিনের এমআরআই রিপোর্ট বিসিবির মেডিকেল বিভাগের হাতে আসার কথা। তার ভিত্তিতেই এই পেস অলরাউন্ডারের সামনে করণীয় ও মাঠে ফেরার বিষয়টি জানা যাবে। এ বিষয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওর রিপোর্টটা আমরা হাতে পাবো আজই (মঙ্গলবার)। তবে কাল (আজ) সকালে আমি সেটি দেখতে পারবো। এমনিতে ও এখন নিয়মিত রিহ্যাব প্রক্রিয়ার কাজ করে যাচ্ছে। আমরা সাইফুদ্দিনের রিপোর্টটা দেখে রিহ্যাবটা নিয়মিত করবো। সামনের একটা মাস ওকে আমরা পর্যবেক্ষণে রাখবো। যদি দেখি অবস্থার উন্নতি হয়েছে তাহলে আমরা তাকে ব্যাট করার অনুমতি দেবো। বল করতে আরও একটু সময় লাগবে। অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময়।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়