আর্সেনালের জালে সালাহর ‘১১’ গোল

প্রতিপক্ষের জালে গোল করাটা মোহাম্মদ সালাহর নিয়মিত স্বভাব। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনালের বিপক্ষে তার গোলের শখটা যেন একটু বেশি-ই। রবিবারও গানারদের জাল খুঁজে পেয়েছেন লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড। 

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব। মহারণে অবশ্য কেউ জিতেনি। ২-২ ব্যবধানে সমতায় শেষ হয় ম্যাচটি। তবে এদিন নিজেদের মাঠে জয়ের স্বপ্নেই বিভোর ছিল মাইকেল আর্তেতার দল। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকায় ভক্ত-সমর্থকরা তো উচ্ছ্বাসের জোয়ারেই ভাসছিল। কিন্তু বিধি-বাম। ম্যাচের ৮১ মিনিটে গোল করেই স্বাগতিক সমর্থকদের সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেন লিভারপুলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় ম্যাচটি।

আর্সেনালের বিপক্ষে এদিন ক্যারিয়ারের ১১তম লিগ গোলটি করেন মোহাম্মদ সালাহ। যার ১০টি লিভারপুলের জার্সিতে। বাকী গোলটি আসে চেলসির হয়ে খেলার সময়। গানারদের বিপক্ষে এটা তার ১৫ ম্যাচে ১১ গোলের রেকর্ড। আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় এখন তার অবস্থান যৌথভাবে তিনে। সমান ১১টি করে গোল রয়েছে জেমি ভার্ডি এবং রবার্তো ফিরমিনোর। 

সর্বোচ্চ ১৪ গোল করে এই তালিকার শীর্ষে রয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। আর্সেনারের জালে ১২ গোল করে তার পরেই অবস্থান করছেন ম্যানইউর সাবেক ইংলিশ কিংবদন্তি ওয়েন রুনি। আর চার গোল করেই কেন-রুনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মোহাম্মদ সালাহর। লিগে রবিবার করা সালাহর গোলটি ছিল ১৬৩তম। এই গোল করে এদিন তিনি ছাড়িয়ে গেছেন জার্মিন ডেফোইকে। সেইসঙ্গে ছুঁেয় ফেলেছেন আরেক কিংবদন্তি রবি ফোউলারকে। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সালাহর অবস্থান এখন যৌথভাবে অষ্টম। 

লিগে চরতি মৌসুমে এটা সালাহর ষষ্ট গোল। যেখানে ১১ গোল করে সবার উপরে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। হালান্ডের দল ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও দখল করে রেখেছে। তবে আর্সেনালকে হারাতে পারলে অবশ্য লিভারপুলের সুযোগ ছিল পুনরুদ্ধারের।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া