ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে তিনি স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা বিএনপির আহ্বায়কও।

ইউনিয়নের পাঁচহাট গ্রামের ইদ্রিছ মিয়া চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেছেন, চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে ২০ একর জমি দখলের জন্য সেখানে ভরাট করছেন।

ইউএনও বলছেন, মাটি ভরাট বন্ধ করা হয়েছে। তবে ইদ্রিছ বলছেন, সেখানে একটি ঘর বানানো হয়েছে। আরো কয়েকটি ঘর বানানো হচ্ছে।

ইদ্রিছ মিয়ার অভিযোগ, এ মাসের শুরুতে আব্দুর রউফ তাঁর লোকজন নিয়ে পাঁচহাট মৌজায় বাজারের পাশের প্রায় ২০ একর সরকারি জমি (পতিত জমি) দখলে নিয়ে মাটি ভরাট শুরু করেন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি তিনি খালিয়াজুরীর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। এতে কাজ না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, হাওর অধ্যুষিত উপজেলা খালিয়াজুরীতে জনবসতি খুবই কম। সরকারি সূত্র মতে, হাওরে বিভিন্ন শ্রেণির খাসজমির পরিমাণ আট হাজার একরেরও বেশি। স্থানীয় অনেকের অভিযোগ, কোনো দপ্তর এই সরকারি জমির খোঁজখবর রাখে না। প্রভাবশালীদের কেউ কেউ নিজেদের ইচ্ছামতো ভোগদখল করছে এসব জমি। প্রভাবশালীরা দরিদ্র ও ভূমিহীন লোকদের প্রলোভনে ফেলে প্রথমে জমি দখল করেন। তারপর সরকারি দপ্তরের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীকে হাত করে নিজেদের নামে কাগজপত্র করিয়ে নেন। একই কায়দায় চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনসহ অন্যরা পাঁচহাট মৌজায় ২০ একর খাসজমি কবজা করেছেন।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘স্থানীয় কিছু লোক আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছে। আমি সরকারি খাসজমি দখল করিনি। এলাকার ভূমিহীনরা ওই জায়গায় বাড়িঘর করার জন্য মাটি ভরাট করছে। ’
এই বিভাগের আরও খবর
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভোরের কাগজ
তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

জনকণ্ঠ
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়