ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগে বিক্ষোভে উত্তাল ইংল্যান্ডের ক্লাব ফুটবল। সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও, সমর্থকদের তোপের মুখ থেকে রক্ষা পাচ্ছেন না ক্লাব কর্মকর্তারা।
নিজ ক্লাবের সুনাম ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ওল্ড ট্রাফোর্ডে বিক্ষোভ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। তাদের দাবি গ্লেজার ও উডওয়ার্ড ক্লাবের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন। নিজেদের স্বার্থেই সুপার লিগে খেলতে চেয়েছে তারা। তাই তাদের পদত্যাগ দাবি করেছেন তারা।
আর্সেনালের মাঠ এমিরেটসেও একই চিত্র। বর্তমান মালিক স্ট্যান ক্রোয়েনকাকে পদত্যাগ করতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এমন পরিস্থিতির মধ্যেই আর্সেনালকে কেনার প্রস্তাব দিয়েছেন মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পোটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক। গানারদের প্রতি ভালবাসা থেকেই ক্লাবটিকে কিনতে চান তিনি।
বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে লিভারপুলেও। সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব কর্মকর্তাদের এমন সিদ্ধান্তে নাখোশ তারা। তবে এমন ভয়ঙ্কর ফাঁদে পা না দেয়ার জন্য ফুটবলার ও কোচের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন লিভারপুল সমর্থকরা।
উল্লেখ্য, ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা আসার একদিনের মধ্যেই টালমাটাল হয়ে যায় ইউরোপের ফুটবল অঙ্গন। সাথে সাথেই প্রতিবাদ জানানা সাবেক খেলোয়াড়-কোচেরা। ধীরে ধীরে মুখ খোলেন বর্তমান কোচ আর অধিনায়করাও। সবাই ঘোরতর বিরোধী এই সুপার লিগের।
ফ্লোরেন্তিনো পেরেজ যতই বলুন না কেন ফুটবলকে বাঁচানোর জন্যই এই সুপার লিগ, ফুটবল সংশ্লিষ্ট লোকজন তা মানতে নারাজ। বারবার বলছেন, ফুটবলের অবকাঠামোই ভেঙ্গে পড়বে এতে। যারা প্রাণ এই ফুটবলের, সেই ফুটবল-ভক্তরাই রীতিমত বিক্ষোভ শুরু করে রাস্তায় নেমে। ক্লাবের সামনে ব্যানার-প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করে ক্লাব মালিকদের বিরুদ্ধে।
অবশেষে টনক নড়েছে ক্লাব কর্তৃপক্ষের। প্রথমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ম্যানচেস্টার সিটি। তারা জানায়, সরে দাঁড়াচ্ছে নতুন প্রস্তাবিত এই সুপার লিগ থেকে। এরপর একে একে সরে দাঁড়িয়েছে চেলসি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহাম। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইউরোপিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনের প্রস্তাব পুনর্বিবেচনা করে দেখবে তারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়