ইজতেমায় কোনো পক্ষ ঝামেলার চেষ্টা করলে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত: আইজিপি

তাবলিগ জামাতের দুই পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমা পালনের ব্যাপারে আশ্বস্ত করেছে। এর মধ্যে কোনো পক্ষ বা কেউ ঝামেলা করার চেষ্টা করলে তা মোকাবিলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের ইজতেমা মাঠ পরিদর্শন শেষে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চার দিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। এর মধ্যে ২১ জানুয়ারি রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরে একটি মসজিদে ঢোকাকে কেন্দ্র করে তাবলিগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে আইজিপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ইতিমধ্যে তাবলিগের দুই পক্ষের মুরব্বিদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন, তাঁরা কোনো ঝামেলা করবেন না, শান্তিপূর্ণভাবে ইজতেমা করবেন। ইজতেমা সম্পাদনে এক পক্ষ আরেক পক্ষক সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, তাঁরা তাঁদের কথা রাখবেন। কিন্তু এরপরও যদি কেউ ঝামেলা করতে চান, তবে সেটা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’

ইজতেমা উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকেই ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মাঠে এখন হাজারো মুসল্লি। এর মধ্যে আজ বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা মাঠের বিদেশি কামরার সামনে দিয়ে মাঠে প্রবেশ করেন আইজিপি আবদুল্লাহ আল মামুন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম, ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম প্রমুখ। প্রথমে তাঁরা মাঠ ও কয়েকটি কামরা পরিদর্শন করেন। পরে সংবাদ সম্মেলন করে ইজতেমার বিষয়ে প্রস্তুতির কথা জানান।

আইনশৃঙ্খলার বিষয়ে আইজিপি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইজতেমা উপলক্ষে আমরা সব রকম আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছি। ইজতেমার কয়েক দিন র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বিভাগ ও বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য সার্বক্ষণিক নজর রাখবেন। গাজীপুর বা ঢাকা মহানগর পুলিশের বাইরেও সারা দেশ থেকে আনা পুলিশ সদস্যরা বিভিন্ন স্তরে মোতায়েন থাকবেন।’
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া