ইভিএমে ভীতি, নারী ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন

ইভিএমে ভোট দেয়ার ক্ষেত্রে ভীতি থাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের ভোট দিতে প্রয়োজনের থেকেও বেশি সময় লাগছে বলে কেন্দ্রের বাইরে নারী ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।

রোববার সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের ৪ নাম্বার ওয়ার্ডের হাজী ফজলুল হক মডেল হাইস্কুলে নারী ভোটারদের কেন্দ্রের এসে সেরকমটায় চোখে পড়ে।

কেন্দ্রে ও বাইরে আলাদা আলাদা ৮টি লাইন করা হয়েছে। ভোটাররা সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। প্রায় ঘণ্টা দেড়েক ধরে লাইনেই দাঁড়িয়ে আছেন দাবি করে কেউ বলছেন, ঘরে ছেলে-মেয়ে রেখে আসছেন, কেউ বলছেন কাজে যাবেন।

জানতে চাইলে এক নারী ভোটার আসমা আক্তার বলেন, ‘উডান টা ঝাড় দিয়া আইয়া পড়ছি। ভোট দিয়া রান্ধন লাগব। আইয়া লাইনেই আছি। ভোট দিতে পারলাম না। লাইন আগায় না। ঢুকতে দিতাছে না।’

একই অভিযোগ আরেক নারী ভোটার সুমা সুলতানার। তিনি বলেন, ‘আমার স্বামী কইছে ভোট দিয়া যাইতে। আমার ঘরেতে ছোড পোলা আছে। কানতাছে, মা ফোন দিছে। সামলাইতে পারে না। ভোট না দিয়া আবার যাওনও যাইবো না। পড়ছি ফ্যাসাদে। খাড়াই আছি তো খাড়াই আছি।’

কেন এই দীর্ঘ লাইন, কেন এই অপেক্ষা জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান মর্তুজা বলেন, আসলে নারী ভোটার যারা আছেন। তারা ইভিএমে ভোট দিতে ভয় পান। কোথায় কি করবেন, বলার পরেও নার্ভাস ফিল করেন। তাদের আবার গ্রুমিং করতে হয়। সময় দিতে হয়। তাই ভোট দিতে প্রয়োজনীয় সময়ের থেকেও বেশি সময় লেগে যায়। আমরা চেষ্টা করছি ভীড় কমানোর। তবে এটা যেহেতু মোটামুটি সবার সমস্যা। তাই একটু ধৈর্য ধরতে হবে।

তিনি জানান, এই কেন্দ্রর ভোটার সংখ্যা ৩ হাজার ৩৯৭ জন। ভোট শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টার মধ্যে ভোটার উপস্থিতি অনেক।
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া