বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ইমরানই রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে তা বলার অপেক্ষা রাখে না। ২০০৮ সালে একটি প্রতিযোগিতার আসরে প্রথম রানার্সআপ হয়ে দৃষ্টি কাড়েন দর্শকের। এরপর থেকে একের এক জনপ্রিয় গান দিয়ে এখনও জনপ্রিয়কা ধরে রেখেছেন তিনি। বর্তমানে স্টেজ শো নিয়ে দেশের বাইরে রয়েছেন এই সংগীতশিল্পী। এরইমধ্যে তার ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ এক সুখবর। নতুন গান নিয়ে আছেন তিনি।
‘মন ময়ূরী’, ‘একাকী’ ও মেঘের নৌকা’ শিরোনামের তিনটি নতুন গান করেছেন ইমরান। প্রথম দুটি গানে ইমরানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন কোনাল। ইতোমধ্যে দুটি গানই ইউটিবে প্রকাশ হয়েছে। এর মধ্যে ‘একাকী’ শিরোনামের গানটি লেখা হয়েছে কলকাতার ‘ডাল বাটি চুরমা’ সিনেমার জন্য। গানের কথা ,সুর ও সংগীতায়োজন করেছেন দোলান মৈনাক্ক।
‘মেঘের নৌকা’ গানটি ‘প্রহেলিকা’ সিনেমার। এটি লিখেছেন আসিফ ইকবাল। এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এ ছাড়া ‘মন ময়ূরী’ গানটি সংগৃহীত। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
ইমরান জানান, তিনটি গানই তিন ধরনের। আশা করছেন, সব শ্রেণির শ্রোতা-দর্শকের ভালো লাগবে গানগুলো। দর্শকের ভালোবাসার কারণেই তিনি ইমরান হয়ে উঠতে পেরেছেন সে কথাও নির্দ্বিধায় বলেছেন। আর এ ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান, সে কথাও অকপটে বলেছেন।
জনপ্রিয়তা বিবেচনায় বাংলাদেশের যে কোনো স্থানে বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শোতে ইমরানের রয়েছে বেশ চাহিদা, জানা গেছে বর্তমানে স্টেজ শো নিয়ে লন্ডনে অবস্থান করছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়