ঈদের আগে গরম পেঁয়াজ-রসুন-আদার বাজার

মাংসের স্বাদ বাড়াতে মসলার জুড়ি মেলা ভার। আর কয়েকদিন পর কোরবানির ঈদ। মুসলমানদের ঘরে ঘরে থাকবে মাংস। তাই আগেই মসলা কিনতে বাজারে ছুটছেন ক্রেতারা।

তবে নওগাঁয় কমছে না মসলাজাতীয় পণ্যের দাম। আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ঊর্ধ্বমুখী পেঁয়াজ, রসুন, আদাসহ এ জাতীয় পণ্যের বাজার। এতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। তবে দিন যত যাবে বাজার আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে।

নওগাঁ শহরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা ও ভারতীয় পেয়াজ ৩০ টাকা। গোটা রসুন প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা এবং কোয়া রসুন ১০০-১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আদা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি।

শহরের চকদেবপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মসলার বাজার অস্থির। পেয়াজ কিনতে চাইছিলাম ১০ কেজি। সেখানে পাঁচ কেজি কিনেছি। সবচেয়ে বেশি দাম আদার। মনে হচ্ছে আদায় আগুন লেগেছে। ৮০ টাকা কেজির আদা এখন ২২০ টাকায় কিনতে হচ্ছে। জিরা ৮৩০-৯০০ টাকা কেজি। দাম বেশি হওয়ার কারণে যে পরিমাণ পণ্য দরকার তা কিনছে না ক্রেতারা।

আদার পাইকারি ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, বর্তমানে বাজারে দেশি জাতের কোনো আদা নেই। দেশি বলে যা বিক্রি হচ্ছে তা আমদানি করা আদা। পাইকারিতে ২২০-২৩০ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। একমাস আগেও বিক্রি হয়েছিল ১৬০-১৮০ টাকা।

তিনি বলেন, যেসব আদা আমদানি করা হয়, প্রতিবস্তায় নষ্ট আদা ও মাটি থাকে প্রায় সাত থেকে আট কেজি করে; যা বাদ যাচ্ছে। সেই খরচা ধরে আদা বিক্রি করা হচ্ছে।

এই বিক্রেতা আরও বলেন, ঈদ উপলক্ষে আদার চাহিদা বাড়ছে। গতকাল ৮০ কেজি বিক্রি হয়েছে। আজ (মঙ্গলবার) বিক্রি হয়েছে ১২০ কেজির মতো। চাহিদা বাড়ায় আরও বেশি পরিমাণ বিক্রি হবে।

পাইকারি রসুন ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, নাটোরের চাঁচপুর, গুরুদাসপুর, আমবাগপুর, নলডাঙা ও পাবনা থেকে রসুন নিয়ে আসা হয়। বর্তমানে ছোট আকারের রসুন প্রতিকেজি ১২০ টাকা, আকারে একটু বড় ১৩০ থেকে ১৪০টাকা এবং কোয়া রসুন ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই বিভাগের আরও খবর
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

বাংলা ট্রিবিউন
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়