আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোনো দলের সূচিতেই অনুশীলন ছিল না। সুবাদে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জন্যও এটি ছিল ছুটির দিনই। তবু এর মধ্যেই যেন বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজপূর্ব উত্তেজনার পালে হাওয়া দিতে এলেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির প্রধান সচরাচর সংবাদমাধ্যমের সামনে আসেন না।
অথচ দেশের বিশেষ করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে নিয়মিতই ওঠা প্রশ্নের দায় বর্তায় তাঁর কাঁধেও। চট্টগ্রামে বানানো নতুন দুটো উইকেট পরিদর্শনে যাওয়া এই ক্রিকেট সংগঠক নিজে কোনো দায় তো নিলেনই না, উল্টো উইকেটে রান না হওয়ার দায় চাপালেন ক্রিকেটারদের ওপরই।
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর এক দিন আগে তাঁর বক্তব্যের লক্ষ্যবস্তু কারা, সেটিও বুঝে নিতে কারো সমস্যা হওয়ার কথা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে বিধ্বস্ৎকরা বাংলাদেশের বিশ্ব আসরে ব্যর্থতার পেছনেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মিরপুরের মন্থর গতির উইকেটে টানা খেলে যাওয়ার অভ্যস্ততাকেই। যদিও উইকেট নয়, মাহবুব দায়ী করছেন ক্রিকেটারদেরই, ‘রান হচ্ছে না, সমস্যাটি ক্রিকেটারদেরই। যারা ভালো খেলে, তারা সব উইকেটেই ভালো খেলতে পারে। সুতরাং এটিকে অন্যভাবে দেখার কোনো সুযোগই নেই। ক্রিকেটের অনিশ্চয়তাই সবচেয়ে মজার এবং সেই অনিশ্চয়তা উইকেট থেকেই আসে। এটি না থাকলে হয়তো ক্রিকেটের এই আনন্দটাই থাকৎনা। তাহলে স্পিনারও তৈরি হতো না, ফাস্ট বোলারও তৈরি হতো না। ’
উইকেট নিয়ে মাহবুবের উত্তেজনা ছড়ানোর দিনে ওয়ানডে দলে প্রথমবার জায়গা পাওয়া নিয়ে এবাদত হোসেনও জানালেন তাঁর রোমাঞ্চের কথা। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক এৎদিন লাল বলের বোলার হিসেবেই বিবেচিৎহয়ে এসেছেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জানালেন, ওয়ানডে দলে জায়গা পাওয়ার খবরটি তাঁর কাছে ‘বিস্ময়’ হয়েই এসেছিল। এমনিতে বাংলাদেশে যথেষ্ট প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই অনেকের টেস্ট অভিষেক হয়ে যায়। এবাদতের বিষয়টি আবার পুরো উল্টো। ‘লিস্ট এ’ ম্যাচ তেমন খেলাই হয়নি তাঁর। তবু ঘাটতি পুষিয়ে নিতে চেষ্টার কমতি রাখছেন না বলেই জানালেন, ‘‘মাত্র ১১টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছি, আমি জানি। এই প্রথম সুযোগ পেয়েছি ওয়ানডে দলে। (সদ্যঃসমাপ্ত) বিপিএলে আমাদের দলে তামিম, মাশরাফি ও রিয়াদ ভাইরা ছিলেন। ওনাদের কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি। এখন আবার সাদা বলে অনুশীলন করছি। ভালো করার চেষ্টা করব। ’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়