উগান্ডার রাজধানী কাম্পালায় গতকাল মঙ্গলবার জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আহত হয়েছে আরো অনেক মানুষ। পার্লামেন্ট ভবনের কাছে একটি এবং পুলিশ সদর দপ্তরের কাছে অন্য বিস্ফোরণটি ঘটেছে।
কর্মকর্তারা জানান, কাম্পালা শহরের আরো অনেক জায়গায় বোমা পাওয়া গেছে। তবে কী উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল, তা জানা যায়নি। এর আগে বিভিন্ন সময়ে বোমা হামলার জন্য কট্টর ইসলামপন্থীদের দায়ী করেছে উগান্ডা কর্তৃপক্ষ।
আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অংশ হয়ে উগান্ডার সেনা সদস্যরা সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। গত মাসে কাম্পালার একটি বারে বোমা হামলায় এক কর্মীর মৃত্যু ঘটনায় দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।
বিস্ফোরণের পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়। পার্লামেন্টের কাছে বিস্ফোরণে গাড়ি রাখার জায়গায় আগুন ধরে যায়। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের কাছে বিস্ফোরণে ভবনের কাচ ভেঙে যায়।
শহরের অন্যান্য স্থানে পেতে রাখা সম্ভাব্য বোমা শনাক্তের চেষ্টা করছেন সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা কমপক্ষে তিনটি বোমার খোঁজ পেয়েছেন। এর মধ্যে দুটি পাওয়া গেছে এক আদালতের কাছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়