এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে কিছু একটা করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রক্ষণ অটুট রেখে প্রতিআক্রমণে উঠে লক্ষ্যভেদ করার চেষ্টায় লাল-সবুজ দল। আজ (শনিবার) এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি জামাল ভূঁইয়ারা। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা একাদশে কোনও পরিবর্তন আনেননি। ইন্দোনেশিয়া ও বাহরাইন ম্যাচে খেলা একাদশের ওপরই ভরসা রাখছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ।
কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে রক্ষণ ঠিক রাখতে আগের ছকে খেলাতে চাইছেন কাবরেরা। সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে বাংলাদেশ। তেকাঠির নিচে আস্থার নাম আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ তো আছেনই।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন। আর ‘নাম্বার নাইন’ হিসেবে থাকছেন সাজ্জাদ হোসেন।
প্রতিআক্রমণে উঠে গোল করতে হলে সাজ্জাদকে আজ আরও সক্রিয় হতে হবে। এছাড়া দুই উইংয়ে ইব্রাহিম ও রাকিবের বেশি দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই। ৩ পয়েন্ট পেতে হলে যে গোল করতে হবে!
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়