সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
ওই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন জায়েদ খান। অভিনেতা বিষয়টি অস্বীকার করে বলেছেন এ ধরনের কোনো কথাই তিনি বলেননি।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ বলেছেন এটা একটা রোগ জায়েদ খানের। কতটা মেন্টাল সিক তারা। আমি বিয়েতে বা কোথাও গেলে মেয়েদের মধ্যমণি হই, আমার রাশিটাই এমন। আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করি এবং এগুলো আমি খুব এনজয় করি।’
জায়েদ খান বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি— অনেকে হয়তো বাজেভাবে ব্যাখ্যা করে। একটা হিরো কোথাও বসলে কোনো মেয়ে যদি সেলফি না তোলে, ঘাড় ঘুরিয়ে না দেখে, তা হলে আমার মনে হয় তার হিরোগিরি করার কোনো দরকারই পড়ে না। আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে।
এগুলোকে অনেকে ব্যঙ্গ করেছেন। কেউ বলেছেন— এটা একটা রোগ জায়েদ খানের। কতটা মানসিকভাবে অসুস্থ তারা।
এই চিত্রনায়ক আরও বলেন, ‘আরেকটা জিনিস আজকে আমি পরিষ্কার করতে চাই— কিছু শ্রেণির মানুষ একটা বাজে ব্যাখ্যা দিচ্ছে যে, আমি একটি মেয়ের কথা বলেছি, সে পাঁচটা সিনেমার টাকা নিয়েছে, আমার সঙ্গে রাতযাপনের জন্য বলেছে। এ ধরনের কোনো কথাই বলিনি। এটা একটা নোংরামি, বাজে কথা। অনেক মেয়ে হয় না যে পছন্দের নায়কের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু আমি সব সময় তাকে এড়িয়ে চলেছি, বলেছি যে আমি ব্যস্ত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়