ভারতের মুম্বাইয়ে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহকদের মুঠোফোনে একটি খুদে বার্তা এসেছিল। তাতে একটি লিংক দেওয়া ছিল। চাওয়া হয়েছিল ব্যক্তিগত কিছু তথ্য। ওই লিংকে ক্লিক করে প্রতারণা শিকার হয়েছেন ব্যাংকটির অন্তত ৪০ জন গ্রাহক। তিন দিনে তাঁদের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ রুপি।
ভারতীয় ব্যাংক গ্রাহকদের নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি পূরণ করতে হয়। এর মধ্য দিয়ে ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। প্রতারক চক্র গ্রাহকদের কাছে কেওয়াইসির জন্য তথ্য চেয়ে ভুয়া ওয়েবসাইট থেকে লিংক পাঠায়। চাওয়া হয় প্যান কার্ডের বিস্তারিত তথ্য, গ্রাহক আইডি ও পাসওয়ার্ড।
ওই খুদে বার্তায় আরও বলা হয়, এসব তথ্য না দিলে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তিন দিন ধরে গ্রাহকদের এমন খুদে বার্তা পাঠানো হয়। প্রতারক চক্রের এমন খুদে বার্তা পেয়ে লিংকে প্রবেশ করেন অন্তত ৪০ জন গ্রাহক। লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাঁদের অ্যাকাউন্ট থেকে অর্থ প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায়।
পরে ভুক্তভোগীরা পুলিশের কাছে এই প্রতারণার বিষয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ ব্যাংক গ্রাহকদের এমন লিংকের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, ব্যক্তিগত ও গোপন কোনো তথ্য জানতে চেয়ে লিংক পাঠানো হলে তাতে ক্লিক করা যাবে না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়