এটা আগ্রাসনের যুদ্ধ, পুতিনকে থামান : ইউক্রেন

রাশিয়ার হামলাকে আগ্রাসনের যুদ্ধ বলে অবিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা। এই যুদ্ধ থামাতে তিনি বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা এক টুইটবার্তায় বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করেছেন। শান্তিকামী ইউক্রেনের শহরগুলো এখন হামলার শিকার। এটি আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন অবশ্যই নিজেকে রক্ষা করবে। বিশ্ব পারে পুতিনকে থামাতে এবং এখনই সময় সেই পদক্ষেপ নেয়ার।’

এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে রুশ হামলা শুরু হয়েছে। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদর দফতরেও গোলা নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আর বলেন, যেকোনো রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন সরকার।

বাইডেনের নিন্দা
এদিকে বিনা কারণে ইউক্রেনের ওপর রাশিয়ার অবৈধ সামরিক হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই রাশিয়ার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট এমন বিবৃতি দেন। এদিকে ইউক্রেন সরকার জানিয়েছে যে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব-পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এ যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবেন এবং অনেক মানুষকে এ যুদ্ধের মাসুল দিতে হবে। এ যুদ্ধ শুরু করার মাধ্যমে যে ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটবে তার দায় শুধু রাশিয়ার ওপরই বর্তাবে।
 
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একজোট হয়ে এ রুশ হামলার জবাব দেবে এবং এ সঙ্কটের সমাধান করবে। তবে যাই হোক না কেন বিশ্ব সম্প্রদায় রাশিয়াকেই দোষারোপ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন সময়ে এসব কথা বলেছেন যখন সমগ্র ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভেও ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সকল বিস্ফোরণের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে। টেলিভিশনে দেয়া ওই বক্তব্যে তিনি আহ্বান জানান যেন ইউক্রেনকে বেসামরিকরণ করা হয়।
এই বিভাগের আরও খবর
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

২৪ নভেম্বর সর্বাত্মক বিক্ষোভের ডাক ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি ১৪৪ ধারা

মানবজমিন
মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

মণিপুর সঙ্কটের জন্য অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া