এবার গরমমসলার বাজার চড়া, কমেছে বিক্রিএবার গরমমসলার বাজার চড়া, কমেছে বিক্রি

রাজধানীর অন্যতম দুই পাইকারি মোকাম মৌলভীবাজার ও কারওয়ান বাজারে গত জুলাই মাসে মানভেদে প্রতি কেজি জিরা ৩৮০ থেকে ৪১০ টাকায় বিক্রি হয়েছে। সেই জিরার কেজি এখন ৫০০ টাকার ওপরে। শুধু জিরাই নয়, দারুচিনি, লবঙ্গ ও এলাচির মতো নিত্যপ্রয়োজনীয় অন্যান্য মসলার দামও গত চার-মাস মাসে কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে মসলার মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

রাজধানীর পাইকারি ও খুচরা মসলা ব্যবসায়ীদের কথায়ও একই সুর। গত মঙ্গলবার মৌলভীবাজারের আমদানিকারক-পাইকারি ব্যবসায়ী আলাপকালে বলেন, সাধারণত পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতিবছর গরমমসলার বাজারে কিছুটা অস্থিরতা দেখা গেলেও গত কোরবানির ঈদে তেমনটি হয়নি। তবে মার্কিন ডলারের দাম যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি জাহাজভাড়াসহ সব ধরনের খরচও বেড়ে গেছে। এ জন্য কয়েক মাস ধরে পাইকারি বাজারে মসলার দাম ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণেই খুচরা দোকানেও গরমমসলার দাম বাড়তি, এমন দাবি ছোট দোকানিদের। 

যোগাযোগ করা হলে বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ঋণপত্র (এলসি) খোলা নিয়ে জটিলতা চলছে। ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণে মসলা আমদানির খরচ ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। সে জন্য এখন বাজারে মসলার দাম সমন্বয় হচ্ছে। ঋণপত্র খোলার ব্যাপারে ব্যাংকগুলো এখনই সহযোগিতা না করলে ব্যবসায়ীরা চাপে পড়ে যাবেন। আর আমদানি একেবারে কমে গেলে বাজারে সেটারও নেতিবাচক প্রভাব পড়বে। 

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকায়ও গরমমসলার মূল্যবৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বাজারে এখন প্রতি কেজি জিরা ৫০০ থেকে ৫৭০ টাকা, দারুচিনি ৪৫০ থেকে ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ছোট এলাচি ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা, ধনে ১২০ থেকে ১৬০ টাকা ও তেজপাতা ১৫০ থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। 

টিসিবি বলছে, বাজারে গত এক মাসে প্রতি কেজি জিরায় ৮ শতাংশ, দারুচিনিতে ১৪ শতাংশ, লবঙ্গে ৬ শতাংশ, ছোট এলাচি ২ শতাংশ, ধনে ১০ শতাংশ ও তেজপাতায় ৪০ শতাংশ দাম বেড়েছে। 

অন্যদিকে রাজধানীর মসলা ব্যবসায়ীরা বলছেন, গত চার-পাঁচ মাসে জিরা, দারুচিনি, লবঙ্গের দাম কেজিতে অন্তত ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে। ছোট এলাচির দাম বেড়েছে আরেকটু বেশি। এ ছাড়া ধনে ও তেজপাতার দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

তবে বাজারে গরমমসলার দাম বাড়তি হলেও এখন পর্যন্ত সরবরাহে বড় কোনো সংকট হয়নি। ক্রেতারা কিনতে চাইলেই মসলা পাচ্ছেন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার পর মসলার কেনাকাটা কমেছে।   

জানতে চাইলে মৌলভীবাজারের পাইকারি মসলা বিক্রয়কারী প্রতিষ্ঠান হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের কর্মকর্তা বিলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দাম বাড়তে থাকায় মসলা বেচাকেনা কমতে শুরু করেছে। তবে এখনো বড় কোনো সংকট তৈরি হয়নি। যেহেতু মসলা অনেকটা আমদানিনির্ভর, সে ক্ষেত্রে ঋণপত্র খোলার ব্যাপারে ব্যাংকগুলোর পক্ষ থেকে সহযোগিতা থাকতে হবে।

টিসিবির তথ্য বলছে, বাজারে গরমমসলার পাশাপাশি আমদানি করা মসলাজাতীয় অন্যান্য পণ্যের দামও এখন বাড়তি। যেমন বাজারে এখন প্রতি কেজি আদা ১৪০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে এটির দাম বেড়েছে ১৩ শতাংশ। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে। গত এক মাসে রসুন আর শুকনা মরিচ দুটোরই দাম বেড়েছে ৪ শতাংশ।  

অবশ্য দেশি শুকনা মরিচের দামও বাজারে বাড়তি। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। গত এক বছরে আমদানি করা ও দেশি উভয় ধরনের শুকনা মরিচের দাম অনেকটা অস্বাভাবিকভাবে বেড়েছে। এক বছরে দেশি শুকনা মরিচের দাম বেড়েছে ১১৪ শতাংশ। আমদানি করা শুকনা মরিচের ক্ষেত্রে এই হার প্রায় ৭৩ শতাংশ। 
এই বিভাগের আরও খবর
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

যুগান্তর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া