আবার দলবদলের মৌসুম এসে গেছে। গত কয়েক মৌসুমের মতো কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে এবারও কি ‘সোপ অপেরা’ চলবে? নাকি এবার নাটকের একটা পরিণতি দেখা যাবে? এর উত্তরের জন্য কয়েক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার ঠিকই পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন ফরাসি সুপারস্টার।
এমবাপ্পে যে পিএসজি ছেড়ে দিচ্ছেন, সে ধারণা বদ্ধমূল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তিনি তাদের সঙ্গে এক বছর চুক্তি বাড়ানোর ধারাটি সক্রিয় করেননি। তাই ‘বসম্যান আইন’ অনুযায়ী দলবদল নিয়ে নতুন ক্লাবের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাঁর আর কোনো বাধা রইল না। দুটি ক্লাব এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে রয়েছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সেই ১১ বছর বয়স থেকেই এমবাপ্পের পিছু ধাওয়া করছে স্প্যানিশ জায়ান্টরা। গত বছর তো প্রায় স্বাক্ষরই করিয়ে ফেলেছিল তারা।
কথিত আছে, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মৌখিক চুক্তিও নাকি সেরে ফেলেছিলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর হস্তক্ষেপে প্যারিসে থেকে যান তিনি। জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকেই আবার তাঁর দলবদলের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। এর মধ্যে গত সোমবার খবর বের হয়, রিয়াল নাকি চুক্তি করে ফেলেছে তারকা এ স্ট্রাইকারের সঙ্গে। তবে ‘ইএসপিএন’ বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে, চুক্তি এখনও হয়নি। তবে দু’পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।
ইএসপিএনকে ওই সূত্র আরও জানিয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও নাকি এমবাপ্পের পিছু ধাওয়া করছে। ইংলিশ ক্লাবটির পাড় সমর্থক হলেন এমবাপ্পের মা ফেজা লামারি। মায়ের জন্য অলরেডসদের প্রতি কিছুটা দুর্বলতা রয়েছে এমবাপ্পের। সেটা কাজে লাগিয়ে তাঁকে দলে ভেড়াতে চান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
২৫ বছর বয়সী এ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য এবার লিভারপুলের আটঘাট বেঁধে নামার একটা কারণও রয়েছে। তাদের মিসরীয় তারকা মোহামেদ সালাহর দিকে নজর পড়েছে সৌদি কয়েকটি ক্লাবের। বিশাল প্রস্তাবের কারণে ৩৩ বছর বয়সী সালাহকে লিভারপুলের পক্ষে ধরে রাখা কঠিন। তাই তারা এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। তবে এ ক্ষেত্রে বড় বাধা হলো ফরাসি তারকার উচ্চ বেতন। পিএসজিতে তিনি এখন সপ্তাহে ৬ লাখ ৫০ হাজার ডলার বেতন পান।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়