রওশন এরশাদকে চেয়ারম্যান করে জাতীয় পার্টির একটি কমিটি ঘোষণা করেছেন এরশাদপুত্র এরিক এরশাদ। গতকাল বুধবার বারিধারায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে এরিক ওই কমিটি ঘোষণা করেন।
‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ ওই স্মরণসভার আয়োজন করে।
ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এবং জাপা নেতা জাফর ইকবাল সিদ্দিকী।
আলোচনাসভা শেষে এরিক ঘোষণা করেন, এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মামুনুর রশিদ। কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিদিশা সিদ্দিক ও রাহগীর আল মাহি সাদ। চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হলেও রওশন এরশাদ সভায় উপস্থিত ছিলেন না। এরিক বলেন, ‘আমার পিতা অসুস্থ থাকার সময়ে জি এম কাদের তাঁকে দিয়ে চেয়ারম্যান পদ লিখিয়ে নিয়েছেন।’ জাপার নতুন কমিটি সম্পর্কে জানতে কাজী মামুনুর রশিদের মুঠোফোনে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সাদ এরশাদ ফোন রিসিভ করেননি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়