নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে দেলোয়ার হোসেনের মাইক্রোবাস থামানো হলো ট্রাফিক সার্জেন্ট পরিচয়ে। হাতে থাকা কালো রঙের ওয়াকিটকিটি বারবার নাচাতে নাচাতে গাড়ির কাগজ চাইতে লাগলেন তিনি। কিন্তু চালক তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারেন, ওয়াকিটকি হাতে নিয়ে কথা বলা মানুষটি আসলে প্রতারক চক্রের একজন। চলতি বছরের শুরুর দিকে ঘটে এই ঘটনা।
কোমরে ওয়াকিটকি নিয়ে মোটরসাইকেলে যশোরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন এক তরুণী। বিভিন্ন জনের সঙ্গে কথা বলতেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে। কখনও হয়ে যেতেন গণমাধ্যমকর্মী। পুলিশের হাতে ধরা পড়ার পর জানা গেল, ওই তরুণী মাদক ব্যবসায়ী!
গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট কার্যালয়ে কালো রঙের ওয়াকিটকি হাতে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। ওয়াকিটকিটি বেশ কায়দা করে বারবার দেখাচ্ছিলেন তিনি- যেন তিনি বড় কোনো গোয়েন্দা কর্মকর্তা। সন্দেহ হওয়ায় দায়িত্বরত আনসার সদস্যরা তার পরিচয় জানতে চান। তখন ওই ব্যক্তি জানান, একটি ইউটিউব চ্যানেলের মালিক তিনি!
শুধু ঢাকা, নারায়ণগঞ্জ বা যশোরেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই কালো রঙের ওয়াকিটকি হাতে দাপিয়ে বেড়াচ্ছে একটি চক্র। এই বেতারযন্ত্র ব্যবহারের চেয়ে প্রদর্শনেই এরা ব্যস্ত থাকে বেশি। ওয়াকিটকি হাতে থাকা ব্যক্তিদের আচরণে ভড়কে যান সাধারণ মানুষও। কারণ তাদের হাবভাবে মনে হয়, তারা যেন পুলিশ আর গোয়েন্দা কর্মকর্তা!
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়