বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ওষুধের দোকান খোলা ও বন্ধ রাখার জন্য সিটি করপোরেশনের বেঁধে দেয়া সময়সূচি সঠিক বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানান বলেন, ঢাকা শহরের শৃঙ্খলা আনতে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ওষুধের দোকানগুলোকে সর্বোচ্চ সময় দেয়া হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস রুট ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।
মেয়র তাপস জানান, সারা বিশ্বেই নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি প্রচলন রয়েছে। ঢাকা শহরকেও একটি নির্দিষ্ট সময়ে পরিচালনা করতে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব ধরণের দোকান পাট বন্ধ থাকবে। এ কাজে মেয়র সকলের সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, অলিগলিসহ বিভিন্ন এলাকায় যেগুলো ফার্মেসি আছে তা রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে। অন্য হাসপাতালের সঙ্গে যেসব ফার্মেসি সংশ্লিষ্ট, সেগুলো রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।
গত সোমবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গণবিজ্ঞপ্তিতে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সময়সীমার মধ্যে রয়েছে- সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্থাপনা রাত ৮ টার মধ্যে বন্ধ করতে হবে। একইভাবে সব ধরনের রেস্তোরা, খাবারের দোকান, ও দোকানের রান্না ঘর রাত ১০ টা এবং খাবার সরবরাহ রাত ১১ টার মধ্যে বন্ধ করতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়