কথিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলা, লুটপাট

ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথিত আপত্তিকর পোস্টটিকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। কথিত ওই পোস্ট নিয়ে গতকাল রোববার দিনভর আলোচনা ছিল এলাকায়।

পোস্টটি করেছিলেন উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়ার এক তরুণ। পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ তাঁর বাড়িতে পাহারা বসায়। কিন্তু সন্ধ্যার পর থেকে গ্রামটি ঘিরে কয়েক হাজার মানুষ জড়ো হয়। রাত নয়টায় তারা অতর্কিতে হামলা চালায়।

গতকাল রাতেই জগদীশ রায়ের মেয়ের বিয়ে পাকা হওয়ার কথা ছিল। পাত্রপক্ষ আসার আগে হামলার ঘটনা ঘটে। বাড়ির সব আসবাব আগুনে পুড়ে গেছে। এক লাখ টাকা ও এক ভরি সোনাও লুট হয়ে গেছে। দুটি গরু ছিল। তা–ও নিয়ে গেছে হামলাকারীরা।

করিমপুরে ৬০টি পরিবারের বাস। তাদের ৫০টি গরু লুট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুটি গরু আগুনে পুড়ে গেছে। লক্ষ্মী রানী বললেন, তাঁদের তিনটি গরু লুট হয়েছে। ভবেষ রায়ের চারটি গরু নিয়ে গেছে।

কণিকা রানী বললেন, মুদিদোকানে দেড় লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাই হাতড়ে বেড়াচ্ছেন, যদি কিছু মেলে সেই আশায়। কাতর কণ্ঠে বললেন, ‘সব শেষ! কী নিয়ে বেঁচে থাকব, সেই চিন্তায় মাথা খারাপ হওয়া ছাড়া আর কী বাকি থাকিল!’

নন্দ রানীর ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর স্বামী প্রদীপ চন্দ্র রায়ের একমাত্র অটোরিকশাটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা আসছেন দেখতে। স্বজনদের জড়িয়ে তাঁর কান্না যেন আর থামে না।

হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, আশপাশের লোকজনের সঙ্গে আগুন দেওয়ার জন্য বাইরে থেকেও অনেকে এসেছিল। তাদের মধ্যে তরুণ ও যুবকদের সংখ্যা ছিল বেশি। প্রায় সবার হাতে ছিল লাঠি, রামদা, ছুরি। কারও কাছে ছিল কেরোসিন। হামলায় জড়িত ব্যক্তিদের অনেকে পরিচিত মুখ।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। প্রতি পরিবারকে দুই হাজার টাকা দিয়েছেন দলের নেতারা। আজ দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেন।

বেলা ১১টার দিকে করিমপুর গ্রামটি পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াব ভূঁঞা, পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা প্রশাসক আসিব আহসান ও র‌্যাব-পুলিশের কর্মকর্তারা।
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া