করোনাকালে তৎপরতা বেড়েছে অনুমোদনহীন এমএলএমের

করোনা মহামারীতে কর্মহীন হয়েছেন অনেকেই। আবার ব্যবসাতেও টান পড়েছে কারো কারো। অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি শ্লথ হওয়ার প্রেক্ষাপটে আয় কমেছে মানুষের। এ পরিস্থিতিতে দ্বিগুণেরও বেশি লভ্যাংশ প্রাপ্তির প্রলোভনে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় যুক্ত অনুমোদনহীন বেশকিছু কোম্পানি। বেশি মুনাফার প্রত্যাশায় ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের সঞ্চিত অর্থ তুলে এসব কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন গ্রাহকরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য বলছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ও সোপান প্রোডাক্টস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে ৩৫০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে দীর্ঘ আট বছর চাকরি করা আজমাইন মাহাতাব বেকার হয়ে পড়েন করোনা মহামারীতে। তিন ছেলেমেয়ের সংসার। বিকল্প কোনো কর্মসংস্থানও মেলাতে পারছিলেন না। অবলম্বন বলতে ছিল কেবল স্ত্রীর নামে একটি বেসরকারি ব্যাংকে রাখা ১০ লাখ টাকার স্থায়ী আমানত। পুরনো এক বন্ধুর পরামর্শে ব্যাংক থেকে তুলে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামের একটি কোম্পানিতে। প্রতি মাসে মুনাফার পাশাপাশি নির্দিষ্ট সময় পর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছিল তাকে। এক মাস পর মুনাফা আনতে গিয়ে আজমাইন জানতে পারেন প্রতারণার দায়ে গ্রেফতার হয়েছেন প্রতিষ্ঠান প্রধান।

বিএফআইইউর অনুসন্ধান বলছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড মূলত একটি অনুমোদনহীন এমএলএমভিত্তিক প্রতিষ্ঠান। অস্বাভাবিক লভ্যাংশের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে তা আত্মসাৎ করাই ছিল তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির তিনজন পরিচালক মো. আল আমিন, শারমিন আক্তার ও মো. ইশাক গ্রাহকদের জামানতের অর্থ আত্মসাৎ করেছেন। তাদের নামে থাকা সর্বমোট ৩৭টি ব্যাংক হিসাব ও বিকাশে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১ কোটি ৩৬ লাখ টাকা জমা হয়েছে। তোলা হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের নামে থাকা ব্যাংক হিসাব ও বিকাশে ৩১ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। বর্তমানে এসব ব্যাংক হিসাব স্থগিত করে তদন্ত-পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

বাংলা ট্রিবিউন
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়