দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ৮০ সদস্যের মৃত্যু হয়েছে। তবে শুরুতে সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা যেভাবে আক্রান্ত হয়েছেন ও করোনায় মারা গেছেন, সে হার এখন অনেক কম। শনিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০৩ জন পুলিশ সদস্য। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ ও সুরক্ষা নিশ্চিত করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পুলিশ সদর দফতর থেকে পাওয়া তথ্যে জানা যায়, করোনা মহামারির সময়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনায় দেশের মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা ব্যাপকভাবে আক্রান্ত হন। রুটিন দায়িত্বের বাইরে গিয়েও পুলিশ সদস্যরা চেষ্টা করেছে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে। এতে পুলিশের কনস্টেবল থেকে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও মারা গেছেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, যখন কোনও সুরক্ষা সামগ্রী ছিল না, প্রস্তুতি ছিল না, তখন পুলিশ সদস্যরা মানুষকে সেবা দিয়ে গেছেন। দায়িত্ব এবং কর্তব্য থেকে তারা সরে দাঁড়াননি। করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। এমনকি মৃত করোনা রোগীর লাশ দাফনেও যখন স্বজনরা এগিয়ে আসেননি, তখন পুলিশ সদস্যরা দাফন-কাফন ও জানাজার ব্যবস্থা করেছেন। মুসলিম ধর্মের বাইরে অন্য ধর্মের ক্ষেত্রে লাশের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। রিলিফ বিতরণের কাজ করেছেন। যে কারণে করোনার শুরুতে পুলিশের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়