News

করোনার মধ্যেও অর্থনৈতিক গতি ধরে রাখার চেষ্টা করছি —প্রধানমন্ত্রী

September 17, 2020

করোনা পরিস্থিতির মধ্যেও সরকার অর্থনৈতিক গতি ধরে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, নভেল করোনাভাইরাস আসার পর থেকেই একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী এ অবস্থার সৃষ্টি হয়েছে। তার পরও এ করোনাকে মোকাবেলা করে কীভাবে দেশের অর্থনৈতিক গতিটা অব্যাহত রাখতে পারি সে চেষ্টা আমরা করে যাচ্ছি।