বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাহীন কাউসারের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত ২০১৩ সাল থেকে। তিনি ‘লাস্ট স্টেজে’ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে ২১ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়। তিনি রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে কেমো নিতেন এতদিন। কিন্তু চিকিৎসক বদলানোর কারণে তাকে এভার কেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে কেমো নিতে হচ্ছে।
কিন্তু মঙ্গলবার (৩ নভেম্বর) এভার কেয়ার হাসপাতালে কেমো নিতে গেলে এক অমানবিক পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। সকাল নয়টায় তার কেমোর সময় নির্ধারিত থাকলেও তাকে এজন্য অপেক্ষা করতে হয়েছে বিকাল তিনটা পর্যন্ত। শাহীন কাউসার বলেন, মানুষটা সেখানে গিয়েছে বাঁচার জন্য, যুদ্ধ করছে সে অথচ তারা এই ব্যবহার করেছে। তারা আমাদের বাদই দিয়ে দিয়েছিল, আমার স্ত্রী মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েন, এ অবস্থাতে তাকে নিয়ে আমি কোথায় যাবো, পাবো কিনা কোথাও? সে তো জীবনের সঙ্গে যুদ্ধ করছে এখন। শাহীন কাউসার বলেন, কেবল আমার জেদের কারণে আজ আমি কেমো দেওয়াতে পেরেছি। কিন্তু সবার তো এই মানসিক শক্তিটা থাকে না, তাহলে তাদের কী অবস্থা হবে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়