কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আয়েশি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্স আট উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৮ রান। রাহুল ত্রিপাঠি ৯ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এরপর ৩৩ রানে গিয়ে দ্বিতীয় উইকেটের পতন হয়। আউট হওয়ার আগে নিতীশ রানা করেন ৫ রান। দলের ৪২ রানে আসে জোড়া আঘাত। প্রথমে আউট হয়ে যান শুভমান গিল। করেন ২১ রান। এরপর দীনেশ কার্তিক (৮ বলে ৪ রান) আউট হন। মাত্র ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কলকাতা নাইট রাইডার্স। দলীয় ৬১ রানে গিয়ে পঞ্চম উইকেটের পতন হয়। দলের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আউট হন। করেন মাত্র ৯ রান। এরপর আর কোন উইকেট পড়েনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। শেষ দিকে দলের পেসার প্যাট কামিন্স ব্যাটিংয়ে কিছুটা ঝড় তোলেন। মাত্র ৩৬ বলে করেন ৫৩ রান। আর অধিনায়ক ইয়ন মর্গান করেন ২৯ বলে ৩৯ রান। দুজনই অপরাজিত থাকেন। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে রাহুল চাহার দুটি এবং জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও নাথান কোল্টার নাইল একটি করে উইকেট লাভ করেন।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়