সাদা বলের ক্রিকেটের ওপেনারদের টেস্টে মিডল অর্ডারে ব্যাট করা নতুন কিছু নয়। সনাথ জয়সুরিয়া-বিরেন্দ্র শেবাগরা একটা পর্যায়ে মিডলে খেলেছেন। শচীন টেন্ডুলকার লাল বলে চারে ব্যাটিং করেছেন। চারে নড়বড়ে মুমিনুল হকের জায়গায় সিনিয়র ব্যাটার তামিম ইকবালকে টেস্টের সেরা ব্যাটিং অর্ডার চারে খেলানো যায় কিনা ব্যাটিং কোচ জেমি সিডন্সকে এমন প্রশ্ন করা হয়েছিল। বিষয়টিকে কোচ ইতিবাচকভাবে নিলেও তামিম ইকবাল বললেন 'স্টুপিড' প্রশ্ন।
টেস্টে তার চারে ব্যাটিং করা নিয়ে রোববার একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে তামিম বলেন, 'আমি জানি না যে প্রশ্নটা করেছে ওর মাথার মধ্যে কী আছে না আছে। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড। আমি নিজে চারে ব্যাটিং করার কোনো কারণ খুঁজে পাই না। আমি মনে করি, ১৭ বছর আমি ওপেনিংয়ে ভালোই করছি।'
এছাড়া সাকিব আল হাসানের টেস্ট নেতৃত্ব নিয়েও কথা বলেন তিনি। জানান যে, সাকিবের নেতৃত্বে আগে দু'বার খেলেছেন তিনি। সাকিব ভালো অধিনায়ক। তবে টেস্টে ভালো করতে হলে তাকে সময় দিতে হবে। কারণ টেস্টে বাংলাদেশ ভালো দল নয়। এই ফরম্যাটে ফলাফল বাংলাদেশের পক্ষে আসে না। টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয় বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তাকে প্রশ্ন করা হয়, অন্য দলে টেস্টে চারে সিনিয়র কাউকে ব্যাট করতে দেখা যায়। ওই জায়গায় তামিম হলে কেমন হয় বা তেমন কোন পরিকল্পনা আছে কি না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়