গত মৌসুমে এই কাদিসের কাছেই হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর এবারও পয়েন্ট টেবিলে উনিশে থাকা কাদিসের বিপক্ষে জয় তুলে নিতে পারল না বেনজেমা-ভিনিসিউস জুনিয়ররা। সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার (১৯ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোসরা।
পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটি ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে মাঠে নামে। রিয়ালও পারেনি আক্রমণে ধারালো হতে। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ৩৬টি শট নেয় তারা, যার কেবল ৯টি ছিল লক্ষ্যে। অবশ্য রিয়ালের অধিকাংশ শটই যথেষ্ট ভীতি জাগানিয়া ছিল না। কাদিস শট নিতে পারে মাত্র চারটি, লক্ষ্যে থাকেনি একটিও।
প্রথম ১৫ মিনিটে বল দখলে একচেটিয়া আধিপত্য করেও সত্যিকার অর্থে প্রতিপক্ষকে তেমন ভোগাতে পারেনি রিয়াল। ২৩তম মিনিটে ভালভেরদের দূর থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা। প্রথমার্ধের বাকি সময়েও একইভাবে খেলে রিয়াল।
বিরতির পরও কাদিসের কৌশলে কোন পরিবর্তন আসেনি। তাদের ডি-বক্সেই ঢুকতে পারছিল না বেনজেমা-ভিনিসিউসরা। ৫৬তম মিনিটে টনি ক্রুসের দারুণ ক্রসে সুযোগ আসে, তবে এদেন হ্যাজার্ডের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন লেদেসমা। এদিকে পুরো ম্যাচে গোল করার খুব ভালো সুযোগ পায় কাদিস।
কাদিসের বিপক্ষে ড্র করে মূল্যবান দুটি পয়েন্ট হারাল রিয়াল। গত বছর অক্টোবরে রিয়ালের মাঠে ১-০ গোলে জিতেছিল কাদিস। ওই মৌসুমে সেটাই ছিল রিয়ালের প্রথম হার। তবে পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষ স্থান এখনও শক্ত অবস্থায় ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়